নিজস্ব সংবাদদাতাঃ 'মহালয়া' বলতেই বাঙালির চোখে ভেসে ওঠে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মুখ। কানে বেজে ওঠে তার গলায় পাঠ করা 'মহিষাসুরমর্দিনী'। কিন্তু এই চিরাচরিত প্রথাকে ভঙ্গ করেই ১৯৭৬ সালে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পরিবর্তে মহানায়ক উত্তমকুমারকে দিয়ে এই 'মহিষাসুরমর্দিনী' পাঠ করানো হয়েছিল। কিন্তু আপামর শ্রোতা তা গ্রহণ করতে পারেনি। আকাশবাণীর কাছে বহু অভিযোগপত্র জমা পড়ে। আকাশবাণী বাধ্য হয়ে আবার ষষ্ঠীর দিনে বীরেন্দ্রকৃষ্ণের মহিষাসুরমর্দিনী সম্প্রচার করে। ইতিহাসের এই ঘটনা আজও বাঙালির মনকে ব্যথিত করে।
সেই ঘটনা নিয়েই বাংলা সিনেমা (Bengali Movie) তৈরি করেছেন পরিচালক সৌমিক সেন। সিনেমার নাম 'মহালয়া' (Mahalaya Movie)। এটি মুক্তি পেয়েছিল ২০১৯ সালের ১লা মার্চ। এই সিনেমায় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ভূমিকায় অভিনয় করেছেন শুভশীষ মুখোপাধ্যায় এবং উত্তমকুমারের ভূমিকায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত।