জানেন কি মহালয়ার গানগুলি কি এবং তাদের গীতিকার কারা ?

পিতৃপক্ষের শেষক্ষণ ও দেবীপক্ষের সূচনাকালের সময়কেই মহালয়া (মহালয়া ২০২৩) বলা হয়। ভাদ্র মাসের কৃষ্ণ প্রতিপদ শুরু হয়ে পরর্বতী অমাবস্যা র্পযন্ত সময়কে পিতৃ পক্ষ বলে। মহালয়া পিতৃপক্ষের শেষ দিন। পরের দিন শুক্লা প্রতিপদে দেবীপক্ষের সূচনা হয়।

author-image
Adrita
New Update
m

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ মহালয়ার (Mahalaya 2023) দিন ভোরবেলা থেকেই সকলের মন বেশ ফুরফুরে হয়ে যায়। কেননা এই দিন থেকেই শুরু হয়ে যায় দেবীপক্ষের। সকালে উঠেই আমরা আগে রেডিও খুলে অধীর আগ্রহে বসে থাকি। আগমনী সুরের সাথে শুরু হয় এই দিনটি। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় চণ্ডীপাঠ শুনতেই অভ্যস্ত আমরা। তবে শুধু তাঁর চণ্ডীপাঠ'ই নয়, আগমনী গানগুলিও আমাদের বাঙালির মনকে মায়ের আসার বার্তা দিয়ে যায়। তবে আমরা জানি কি সেই সব গানগুলি (Songs) কি কি ? কারা গেয়েছেন সেইসব অপূর্ব গানগুলি ? আসুন জেনে নি সেই সব তথ্য। 

মহালয়ার 'মহিষাসুর মর্দিনী' (Mahisasur Mardini) চিত্রনাট্যের রচয়িতা হলেন বাণী কুমার। বর্ণনা ও শ্লোক পাঠ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের। সঙ্গীত পরিচালনার নেপথ্যে ছিলেন পঙ্কজ কুমার মল্লিক। গীতিকাররা (Singers) হলেন সুপ্রীতি ঘোষ, মানবেন্দ্র মুখোপাধ্যায়, অসীমা ভট্টাচার্য, শ্যামল মিত্র, তরুণ বন্দোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, দ্বিজেন মুখার্জি, সুমিত্রা সেন, কৃষ্ণা দাশগুপ্ত, পঙ্কজ মল্লিক, উৎপলা সেন, সন্ধ্যা মুখোপাধ্যায় , শিপ্রা বসু, প্রতিমা বন্দোপাধ্যায়, বিমল ভূষণ প্রমুখ। 

m

বাজল তোমার আলোর বেনুঃ শিল্পী সুপ্রীতি ঘোষ,

জাগো দুর্গা দশপ্রহরণধারিণীঃ দ্বিজেন মুখার্জি,

ওগো আমার আগমনী আলোঃ শিপ্রা বসু,

তব অচিন্ত্য রূপ চরিত্র মহিমাঃ মানবেন্দ্র মুখোপাধ্যায়,

অখিল বিমনে তব জয় গানেঃ কৃষ্ণা দাশগুপ্ত,

শুভ্র শঙ্খ রবেঃ শ্যামল মিত্র, অসীমা ভট্টাচার্য, আরতি মুখোপাধ্যায় এবং অন্যান্যরা,

নম চণ্ডীঃ বিমল ভূষণ,

মা গো তবু বিনি সঙ্গীতেঃ সুমিত্রা সেন,

বিমনে বিমনেঃ সন্ধ্যা মুখোপাধ্যায়,

হে চিন্ময়ীঃ তরুণ বন্দোপাধ্যায়,

অমল কিরণে ত্রিভুবন মনোহারিণীঃ প্রতিমা বন্দোপাধ্যায়,

 জয়ন্তী মঙ্গলা কালীঃ পঙ্কজ কুমার মল্লিক  এবং

শান্তি দিলে ভারিঃ উৎপলা সেন।