নিজস্ব সংবাদদাতাঃ বোধন কথাটি মূলত চলিত। মূল শাস্ত্রীয় শব্দটি হল ‘কল্পারম্ভ’! কল্প অর্থাৎ বৈদিক প্রথাগত ধর্মগঠিত ক্রিয়া এবং উৎসব। আরম্ভ মানে সূত্রপাত। কল্পারম্ভের কারণটি হল দেবতার ঘুম ভাঙানো। আমাদের বৎসর হল দেবতাদের অহোরাত্র। ছয় মাস দিন, ছয় মাস রাত্রি। মাঘ থেকে আষাঢ় মাস হল দিন এবং শ্রাবণ হতে পৌষ হল রাত্রি। তাই কল্পারম্ভের অবতারণা হয়েছে। দীর্ঘকাল ধরে ধীর লয়ে মন্ত্রোচ্চারণ করে একটু একটু করে ঘুম ভাঙাতে হয় দেবীর।
বোধন দুই প্রকার-
১. নবম্যাদি কল্পারম্ভ- নবম্যাদি কল্পারম্ভ হল ১৩ দিনের পূজা। কৃষ্ণপক্ষের নবমী থেকে শুক্লপক্ষের ষষ্ঠী পর্যন্ত ১৩ দিনের পূজার্চনা। প্রতিপদাদি কল্পারম্ভ হল ৬দিনের পূজা। মহালয়ার অমাবস্যার পরদিন অর্থাৎ প্রতিপদ থেকে ষষ্ঠীর দিন।
২. প্রতিপদাদি কল্পারম্ভ- সর্বজনীন পূজাগুলির জন্য দেবীর বোধন ১৩ দিন বা ৬ দিন ধরে করা সম্ভব নয়। তাই ষষ্ঠীর দিনেই সারা হয় বোধন। সেই বোধনের নাম ‘ষষ্ঠ্যাদি বোধন’।