নিজস্ব সংবাদদাতা: নারীপক্ষের হোক সূচনা তবু,তিলোত্তমা কে ভুলতে দেবো না এটাই পুজোর আগে ঘুরছে মানুষের মুখে মুখে।
মানুষের দাবি, ৮ই আগস্ট রাতে আর.জি.কর - এ ঘটে যাওয়া নৃশংস ধর্ষণ ও হত্যার ঘটনা আজও তারা ভোলেনি, কাউকে সেটা ভুলতে দেবে না , যতই উৎসব আসুক তাদের সবার কন্ঠে একটাই আওয়াজ থাকবে জাস্টিস ফর তিলোত্তমা।
আজ ১লা অক্টবর মহালয়ার আগের রাতে হবে রাত দখলের লড়াই। রাত ১১:৩০ থেকে ভোর ৬টা পর্যন্ত সেই ধর্ষণ ও খুনের প্রতিবাদে রাত দখলের মাধ্যমে দেবীপক্ষের সূচনা হচ্ছে দিকে দিকে। তিলোত্তমা মোড়ে (নাগেরবাজার মোড়) এই কর্মসূচি নেওয়া হয়েছে।
সবাই একজোট হয়ে আবারও বিচারের দাবিতে এবং নারী , রূপান্তরকামী, ক্যুয়ার এবং সকল মানুষের সুরক্ষার দাবিতে পথে নামবে আপামর মানুষ। সকল সদস্যাদের শাড়ি এবং সকল সদস্যদের পাঞ্জাবি পড়ে আসার অনুরোধ। নাগেরবাজারবাসীদের জন্য মহালয়ার ঘরে এক বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে আন্দোলনের রূপ হিসেবে। আপনিও কি আসছেন?