২৬ না ২৭ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি কবে পালন করবেন?

এখানেই জেনে নিন সবটা।

author-image
Anusmita Bhattacharya
New Update
shivratri.jpg

নিজস্ব সংবাদদাতা:মহাদেবের ভক্তরা যার অপেক্ষায় থাকেন সেই মহাশিবরাত্রি আসছে। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী, শিবরাত্রির দিন মহাকালের আরাধনা করলে বেশি ফল পাওয়া যায়। এই ফেব্রুয়ারিতেই শেষের দিকে পড়েছে শিবরাত্রি। আগামী ২৬ নাকি ২৭ ফেব্রুয়ারি কবে পালন করবেন? পঞ্জিকা কি বলছে?

মহাদেব শিবলিঙ্গ রূপে যেদিন আবির্ভূত হয়েছিলেন সেই দিন ছিল ফাল্গুন কৃষ্ণ চতুর্দশী তিথি। তাই ওই তিথিতেই শিবরাত্রি পালন করা হয়। এবার ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শুরু হচ্ছে ২৬ ফেব্রুয়ারি সকাল ১১টা ৮ মিনিটে। শেষ হবে পরের দিন ২৭ ফেব্রুয়ারি সকাল ৮টা ৫৪ মিনিটে। এই সময় মহাদেবের পুজো করলে ফল পাবেন ভক্তরা। এই দিন চার প্রহরে পুজো দেবেন শিব ভক্তরা।