নিজস্ব সংবাদদাতাঃ ছত্তিশগড়ে ক্ষমতায় থাকতে মরিয়া কংগ্রেস দল। অন্যদিকে রাজ্যে যেনতেন প্রকারে ক্ষমতায় আসতে উঠেপড়ে লেগেছে বিজেপিও। যদিও আগামী দিনে শেষ হাসি কে হাসবে সেদিকে নজর রয়েছে সকলের। এদিকে মধ্যপ্রদেশেও ক্ষমতায় ফিরতে মরিয়া বিজেপি। অন্যদিকে গেরুয়া দলকে ক্ষমতাচ্যুত করতে মরিয়া কংগ্রেস। এদিকে গতকাল শুক্রবার ছত্তিশগড়ে দ্বিতীয় দফার ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে। এরই মাঝে নির্বাচন নিয়ে প্রকাশ্যে এল বড় খবর। ছত্তিশগড় নির্বাচনের দ্বিতীয় ধাপে ৭৫.০৮ শতাংশ এবং মধ্যপ্রদেশে ৭৬.২২ শতাংশ ভোট পড়েছে।