ইশতেহার চুরি! নির্বাচনী আবহে জোর বিতর্ক

ইশতেহারের প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ ওঠে বার বার। কোনো না কোনো রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে এরকম অভিযোগ নতুন ঘটনা নয়। এবার উঠলো ইশতেহার চুরির অভিযোগ।

author-image
Pallabi Sanyal
New Update
breakinganm

নিজস্ব সসংবাদদাতা : পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে নতুন বিতর্কের সূচনা করলো ইস্তেহার চুরির অভিযোগ। মধ্যপ্রদেশে যে ইশতেহার প্রকাশ করেছে বিজেপি তার সঙ্গে মিল রয়েছে কংগ্রেসের ইশতেহারের। আর এতেই অভিযোগ উঠেছে ইশতেহার চুরির। বিজেপি এবং কংগ্রেসের ইশতেহারে মিল সম্পর্কে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং বলেছেন, "তাদেরকে (বিজেপি) জিজ্ঞাসা করুন যারা আমাদের ইশতেহার চুরি করছে।"