ভুলের জন্য অনুতপ্ত! বড় স্বীকারোক্তি মোদীর মন্ত্রী প্রার্থীর

গত নির্বাচনে ভুলের থেকে শিক্ষা নিয়ে সামনের নির্বাচনে ঘুরে দাঁড়াতে মরিয়া বিজেপি।

author-image
Pallabi Sanyal
New Update
bjppppa.jpg

ফাইল ছবি


নিজস্ব সংবাদদাতা : ভুলের জন্য অনুতপ্ত! স্বীকারোক্তি মোদীর মন্ত্রীর যিনি মধ্যপ্রদেশের নির্বাচনের প্রার্থীও বটে। ২০১৮ সালের নির্বাচনে ভুলের কথা স্বীকার করে নিলেন কেন্দ্রীয় মন্ত্রী এবং নরসিংহপুর থেকে বিজেপি প্রার্থী প্রহ্লাদ প্যাটেল। তিনি বলেন, "বিজেপি সবসময় প্রস্তুত। ২০১৮ সালে (নির্বাচনে) যে ভুলগুলি হয়েছিল, আমাদের যে ঘাটতি ছিল বা জনসাধারণ যে ভুলগুলি করেছিল, উভয় পক্ষই (জনগণ এবং বিজেপি) এর জন্য অনুতপ্ত। আমি মনে করি আমাদের প্রস্তুতিতে কোনও ঘাটতি নেই। মানুষকে প্রলুব্ধ করা ছাড়া কংগ্রেসের আর কিছু করার নেই।" কংগ্রেসকে নিশানা করে বিজেপি নেতা বলেছেন,কংগ্রেস  দাবি করেছিল যে তারা (নির্বাচনের) ছয় মাস আগে তাদের প্রার্থী ঘোষণা করবে কিন্তু তারা মাত্র ৩২ দিন আগে সেটা করতে পেরেছে। কংগ্রেসের ভিশন নেই। যারা উপলব্ধির ভিত্তিতে নির্বাচনে লড়েন তারা কখনই বিজেপির মুখোমুখি হতে পারেন না।"