পরাজয় মেনে নিয়েছে কংগ্রেস! মোদীর হাতে রিপোর্ট

মধ্যপ্রদেশে প্রচারে ঝড় তুললেন নরেন্দ্র মোদী। কংগ্রেসের রাজ্যে দাঁড়িয়ে বড় দাবি করলেন তিনি।

author-image
Pallabi Sanyal
New Update
AAA

নিজস্ব সংবাদদাতা : কেন নির্বাচন? কংগ্রেসের হাতকে চুরি থেকে রুখতে! এমনই উত্তর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মধ্যপ্রদেশের বেতুলের জনসভায় প্রচারে ঝড় তুললেন মোদী। কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন,কংগ্রেসের দুর্নীতি ও লুটপাটের হাতকে মধ্যপ্রদেশের লকার স্পর্শ করা থেকে বিরত রাখতে এই নির্বাচন। আপনাদের (জনগণ) মনে রাখা উচিত, কংগ্রেসের হাতের তালু চুরি ও লুটপাট করতে জানে। আপনি জানেন যে কংগ্রেস যেখানেই আসে, তারা ধ্বংস নিয়ে আসে।" দ্বিতীয় দফার নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী বলেন, "১৭ নভেম্বর যতই ঘনিয়ে আসছে, কংগ্রেসের দাবিগুলি উন্মোচিত হচ্ছে। আজ, আমরা সমগ্র মধ্যপ্রদেশ থেকে একটি রিপোর্ট পেয়েছি যে কংগ্রেস পরাজয় মেনে নিয়েছে এবং এখন তারা ভাগ্যের উপর নির্ভর করছে।"