নিজস্ব সংবাদদাতাঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) মধ্যপ্রদেশের হাজির হয়েছেন। বিধানসভা নির্বাচনের আগে স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমে মানওয়ারে পৌঁছান। রাজ্যের নির্বাচনী প্রচারে এসে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের শিবরাজজি তীর্থযাত্রার কাজ শুরু করেছিলেন, কিন্তু কমলনাথ তা বন্ধ করে দিয়েছিলেন। কংগ্রেস সবসময় ভারতীয় সংস্কৃতিকে অপমান করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাকাল করিডোর তৈরি করেছিলেন কিন্তু কংগ্রেস সর্বদা এর বিরোধিতা করেছিল। নর্মদা মাইয়া উচ্চারণেও তাদের সমস্যা রয়েছে।‘ অমিত শাহ প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথকে তীব্র আক্রমণ করেন। ‘ মধ্যপ্রদেশের মানাওয়ারে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, "এবার মধ্যপ্রদেশে তিনবার দীপাবলি পালন করতে হবে। প্রথমটি আগামীকাল উদযাপন করা হবে... দ্বিতীয়টি হবে ৩ ডিসেম্বর, যখন বিজেপির সরকার গঠিত হবে। তৃতীয় দীপাবলি ২২ জানুয়ারি পালন করা উচিত, যখন ভগবান রামলালা অযোধ্যায় রাম মন্দিরে আসবেন।“