Lunar Eclipse: কবে হবে বছরের প্রথম চন্দ্রগ্রহণ?

চন্দ্রগ্রহণটি কোন সময়ে শুরু হবে, কোন সময়ে শেষ হবে, চন্দ্রগ্রহণের সময় কত? চন্দ্রগ্রহণ ভারতে দৃশ্যমান হবে কি না? সবকিছু জানতে চোখ রাখুন এই প্রতিবেদনটিতে।

author-image
SWETA MITRA
New Update
lunar.jpg

 

নিজস্ব সংবাদদাতাঃ ২০২৩ সালে বছরের প্রথম চন্দ্রগ্রহণ (Lunar Eclipse) হতে চলেছে। জানা গিয়েছে, আগামী ৫ মে শুক্রবার চন্দ্রগ্রহণ হবে। বছরের প্রথম সূর্যগ্রহণ এপ্রিল মাসে সংঘটিত হয়েছে। এবার চন্দ্রগ্রহণ শুরু হবে ৫ মে শুক্রবার রাত ৮টা ৪৬ মিনিটে এবং চলবে শনিবার দুপুর ১টা ২ মিনিট পর্যন্ত। যখন পৃথিবী সূর্য এবং চাঁদের মাঝখানে  চলে আসে তখন চন্দ্রগ্রহণ ঘটে।