কোনও পরিস্থিতিতে সন্ত্রাসবাদকে মানবে না ভারত : রাজনাথ

কেউ কেউ পাকিস্তানের সঙ্গে আলোচনার কথা বলছেন। কিন্তু পাকিস্তানের এখন উচিত সন্ত্রাসবাদ বন্ধ করা। নির্বাচনী সভা থেকে তিনি প্রশ্ন তুলেছেন, কে না চায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে?

author-image
Shreyashree Banerjee
আপডেট করা হয়েছে
New Update
File picture

নিশ্চয় সংবাদদাতা: কোনও পরিস্থিতিতে সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেবে না ভারত। জম্মু-কাশ্মীরের বানিহালে নির্বাচনী প্রচারে গিয়ে এমনই হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি স্পষ্ট জানিয়েছেন, কেউ কেউ পাকিস্তানের সঙ্গে আলোচনার কথা বলছেন। কিন্তু পাকিস্তানের এখন উচিত সন্ত্রাসবাদ  বন্ধ করা। নির্বাচনী সভা থেকে তিনি প্রশ্ন তুলেছেন, কে না চায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে? জীবনে বন্ধুবদল হলেও প্রতিবেশী বদল হয় না। ভারত আরও ভালো সম্পর্ক তৈরি করতে প্রস্তুত, তবে প্রথমে তাদের সন্ত্রাসী হানা বন্ধ করতে হবে। তারপরেই ভারত কথা বলতে এগোবে। প্রধানমন্ত্রী যেমন বিকশিত ভারত তৈরির কথা বলেছেন, তেমন বিকশিত জম্মু-কাশ্মীর প্রস্তুত করতেও চান।