ফিরে দেখা বিশ্ব: ট্রাম্পকে গুলি- মুহূর্তে স্তম্ভিত হয়েছিল গোটা বিশ্ব

ট্রাম্পকে গুলি করা হয়।

author-image
Aniket
New Update
y

File Picture

 

 

নিজস্ব সংবাদদাতা: ২০২৪ সাল গোটা বিশ্ব জুড়ে বড় বড় ঘটনার সাক্ষী থেকেছে এবং বাংলাদেশে হিন্দু তথা সংখ্যালঘুদের ওপর ইউনূস সরকারের আমলে নৃশংস হামলার দরুন নানা ঘটনার সাক্ষী হচ্ছে প্রতিদিন। একের পর এক যুদ্ধ ঘোষণা, নানা হামলা, রাজনৈতিক পটপরিবর্তন- বিশ্ব জুড়ে শোরগোল তৈরি হয়েছে এবছর।

Trump's security upgraded after attack, agents wall him off from RNC crowds  | World News - Business Standard

এরই মধ্যে গোটা বিশ্বকে যে ঘটনা স্তম্ভিত করেছিল তা হল ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা। জুলাই মাসে ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলি চালানোর ঘটনায় কেঁপে উঠেছিল গোটা বিশ্ব। আমেরিকার উন্নত দেশে এই ঘটনা সরকারের ব্যর্থতাকে গোটা বিশ্বের সামনে তুলে এনেছিল মুহূর্তে। তবে আহত হলেও অল্পের জন্য রক্ষা পান ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে তিনি ইতিহাস গড়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন এবং ফের মার্কিন গদিতে বসার প্রস্তুতি নিচ্ছেন।