জন্মাষ্টমী : গোপালকে সন্তুষ্ট করতে নিবেদন করুন তার পছন্দের খাবার

বিশেষ দিনে শ্রীকৃষ্ণকে সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়। তার বিশেষ পুজোর আয়োজন করেন কৃষ্ণ ভক্তরা, সেই সঙ্গে তাকে নানান ভোগ তারা দিয়ে থাকেন। যদি আপনি ভগবান শ্রীকৃষ্ণকে খুশি করতে চান তাহলে তার পছন্দের খাবারগুলি ভোগ হিসেবে নিবেদন করতে পারেন।

author-image
Pallabi Sanyal
New Update
11

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : কৃষ্ণ ভক্তদের কাছে জন্মাষ্টমী একটি বিশেষ দিন। এদিন লাড্ডু গোপালের পুজো করেন অনেকেই।   গোপালকে সন্তুষ্ট করতে এদিন নিবেদন করুন তার পছন্দের খাবার। তালিকায় রয়েছে ক্ষীর থেকে মিষ্টি।

Krishna Puja Vidhi For Janmashtami, Daily Puja - कृष्ण पूजा विधि

 গোপালের প্রিয় খাবার রাবড়ি। এছাড়াও রয়েছে মিছড়ি,মালপোয়া,গাজরের হালুয়া,মোহনভোগ,জিরা লাড্ডু,জিলিপি,রসগোল্লা,ক্ষীর, মাখন।জন্মাষ্টমীতে মিষ্টি, ক্ষীর নিবেদন করার পাশাপাশি শ্রীকৃষ্ণকে আপনি বাদাম, কাজু, আখরোট ইত্যাদি শুকনো ফলও দিতে পারেন। জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে খুশি করতে এই ভোগগুলিও নৈবেদ্য হিসেবে নিবেদন করতে পারেন।