নিজস্ব সংবাদদাতা : কৃষ্ণ ভক্তদের কাছে জন্মাষ্টমী একটি বিশেষ দিন। এদিন লাড্ডু গোপালের পুজো করেন অনেকেই। গোপালকে সন্তুষ্ট করতে এদিন নিবেদন করুন তার পছন্দের খাবার। তালিকায় রয়েছে ক্ষীর থেকে মিষ্টি।
গোপালের প্রিয় খাবার রাবড়ি। এছাড়াও রয়েছে মিছড়ি,মালপোয়া,গাজরের হালুয়া,মোহনভোগ,জিরা লাড্ডু,জিলিপি,রসগোল্লা,ক্ষীর, মাখন।জন্মাষ্টমীতে মিষ্টি, ক্ষীর নিবেদন করার পাশাপাশি শ্রীকৃষ্ণকে আপনি বাদাম, কাজু, আখরোট ইত্যাদি শুকনো ফলও দিতে পারেন। জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে খুশি করতে এই ভোগগুলিও নৈবেদ্য হিসেবে নিবেদন করতে পারেন।