কৃষ্ণ জন্মাষ্টমী : কোন তিথিতে পালিত হয়?

সামনেই জন্মাষ্টমী। কৃষ্ণের জন্মদিন। জানেন কি, কোন তিথিতে উদযাপিত হয় জন্মাষ্টমী? হিন্দু ধর্মের এই উৎসবকে ঘিরে ইতিমধ্যেই সাজো সাজো রব চারিদিকে। চলছে প্রস্তুতি। বাড়ি ঘর থেকে মন্দির-খব সুন্দর করে সাজানো হয় এই সময়।

author-image
Pallabi Sanyal
New Update
123

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : কৃষ্ণ জন্মাষ্টমী বা জন্মাষ্টমী পালিত হয় বিষ্ণুর অবতার কৃষ্ণের জন্মদিন হিসেবে। হিন্দু ধর্মের উৎসবগুলির মধ্যে একটি হল জন্মাষ্টমী। কৃষ্ণের জন্মদিনকে কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী, অষ্টমী রোহিণী, শ্রীকৃষ্ণ জয়ন্তীও বলা হয়ে থাকে।হিন্দু পঞ্জিকা মতে, সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয়, তখন জন্মাষ্টমী পালিত হয়। উৎসবটি গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে, প্রতি বছর মধ্য-আগস্ট থেকে মধ্য-সেপ্টেম্বরের মধ্যে পালিত হয়। মথুরা-বৃন্দাবন সহ বিভিন্ন রাজ্যে সাড়ম্বরে পালিত হয় জন্মাষ্টমী। রাস লীলায় কৃষ্ণের ছোট বয়সের কর্ম-কাণ্ড দেখানো হয়, অন্যদিকে, দহি হাণ্ডি প্রথায় কৃষ্ণের দুষ্টু স্বভাব প্রতিফলিত করা হয় যেখানে কয়েকজন শিশু মিলে উচ্চস্থানে বেঁধে রাখা মাখনের হাড়ি ভাঙতে চেষ্টা করে। এই পরম্পরাকে তামিলনাডুতে উরিয়াদি নামে পালন করা হয়। কৃষ্ণের জন্ম হাওয়ায় নন্দের সকলকে উপহার বিতরণের কাহিনী উদযাপন করতে কৃষ্ণ জন্মাষ্টমীর পর বহু স্থানে নন্দোৎসব পালন করা হয়।