নিজস্ব সংবাদদাতা : জন্মাষ্টমী উপলক্ষে পুজোর প্রস্তুতি নিয়ে এখন ব্যস্ততা তুঙ্গে হিন্দু পরিবারগুলির। কিন্তু জানেন কি, কোন সময়ে পুজো করলে তা শুভ ফল দায়ক? পুজোর উপকরণই বা কী? হিন্দুরা বিশ্বাস করে যে জন্মাষ্টমীর দিন দুপুর ১২টায় শ্রীকৃষ্ণের জন্মোত্সব উদযাপন করলে প্রতিটি কাজে সাফল্য পাওয়া যায়।
জন্মষ্টমীতে উপবাস রেখে বিশেষ পুজো করা হয়। মধ্যরাতে লাড্ডুগোপালের পুজো করলে যেমন সুখ-সমৃদ্ধি আসে, তেমনি কখনও অর্থের অভাব হয় না।
জন্মাষ্টমীতে শিশু কৃষ্ণ অর্থাৎ গোপালের পুজো হয়। তার মূর্তি বা ছবি ছাড়া পুজো সম্ভব নয়। এছাড়াও চাই ঠাকুরের আসন, রোলি, সিঁদুর, বাদাম, পান, ফুলের মালা, কমলগট্টা, হলুদ কাপড়, কলা পাতা।কুশ ও দূর্বা, পঞ্চমেব, গঙ্গাজল, মধু, চিনি, তুলসী পাতা, খাঁটি ঘি, দই, দুধ, ঋতু অনুযায়ী ফল, সুগন্ধি, পঞ্চামৃত, ফুল ।
কুমকুম, অক্ষত, গহনা, মলি, তুলা, তুলসির মালা, ধনে, আবির, গুলাল, মিকা, হলুদ, সপ্তমৃতিকা, সপ্তধন, ঝুলা। অভিষেকের জন্য নৈবেদ্য বা মিষ্টি, ছোট এলাচ, লবঙ্গ, ধূপকাঠি, কর্পূর, জাফরান, চন্দন, মাখন, চিনির মিছরি, কলস, প্রদীপ, ধূপ, নারকেল, তামা বা রূপার পাত্র। পাশাপাশি ময়ূরের পালক, বাঁশি, গরুর মূর্তি, বৈজয়ন্তীর মালা, লাল কাপড়, তুলসী পাতা, গয়না, মোটা মুকুট, শসা, গণেশকে নিবেদনের পোশাক, অম্বিকাকে নিবেদনের পোশাক লাগবে।