কীভাবে পালন করা হয় কৃষ্ণের জন্মদিন?

জন্মাষ্টমী বিভিন্ন ভাবে পালিত হয়। এদিন পুজো পাঠের পাশাপাশি বিভিন্ন আচার অনুষ্ঠানও করা হয়ে থাকে। বাড়িতেও পুজো হয়। দোলনায় বসানো হয় ছোট্ট কৃষ্ণ তথা গোপালকে। চারিপাশ ফুল দিয়ে সাজানো হয়।

author-image
Pallabi Sanyal
New Update
124

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : জন্মাষ্টমী হল কৃষ্ণের জন্মদিনের উদযাপন। হিন্দু ধর্মাবলম্বী বিশেষত বৈষ্ণবদের কাছে জন্মাষ্টমী একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই উৎসব নানা ভাবে উদযাপিত হয়। ভগবত পুরাণ অনুযায়ী নৃত্য, নাটক যাকে বলা হয় রাসলীলা বা কৃষ্ণ লীলা, মধ্যরাত্রি তে শ্রীকৃষ্ণের জন্মের মুহূর্তে ধর্মীয় গীত গাওয়া, উপবাস, দহি হান্ডির মধ্য দিয়ে পালিত হয় জন্মাষ্টমী।রাসলীলা তে মূলত শ্রীকৃষ্ণের ছোটবেলার বিভিন্ন ঘটনা দেখানো হয়।অন্যদিকে দহি হান্ডি প্রথায় অনেক উঁচুতে মাখনের হাড়ি রাখা হয় এবং অনেক ছেলে মিলে মানুষের পিরামিড তৈরি করে সেই হাড়ি ভাঙার চেষ্টা করে।  শ্রীকৃষ্ণের জন্ম তিথিতে মধ্যরাতে তার ছোট মূর্তিকে স্নান করিয়ে কাপড় দিয়ে মোছা হয় এবং দোলনায় সাজানো হয়। তারপর উপাসক মন্ডলী নিজেদের মধ্যে খাদ্য ও মিষ্টান্ন বিনিময় করে উপবাস ভঙ্গ করে।হিলারা বাড়ির বিভিন্ন দরজার বাইরে, রান্নাঘরে শ্রী কৃষ্ণের পদচিহ্ন এঁকে দেন যা শ্রীকৃষ্ণের যাত্রা হিসেবে বিবেচনা করা হয়।