নিজস্ব সংবাদদাতা: শেষ পরীক্ষার দিন রেজাল্ট কবে প্রকাশিত হবে তা জানিয়ে দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । গত 3 মার্চ থেকে শুরু হয় এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষা । মঙ্গলবার শেষ দিনে ভূগোল, রাশিবিজ্ঞান ও হোম সায়েন্স-সহ বেশ কিছু বিষয়ের পরীক্ষা ছিল ৷
এদিনই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়, মে মাসের মধ্যভাগে ফলপ্রকাশ হবে। তবে এর পাশাপশি আগামী বছরের পরীক্ষার জন্য নয়া ব্যবস্থার কথাও বলা হয়েছে সংসদের তরফে। পরের বছর থেকে উচ্চমাধ্যমিকের সেমিস্টার পদ্ধতিতে পড়ুয়াদের উপস্থিতির জন্য ব্যবহার করা হবে গুগল শিট ।
/anm-bengali/media/media_files/YWzY5ppQ3jdlAnmICr8b.jpg)