নিজস্ব সংবাদদাতা: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রত্যেক রাশির জাতক জাতিকাদের আলাদা চারিত্রিক বৈশিষ্ট্য যা অনুসরণ করে কোনও কোনও রাশির জাতক জাতিকাদের মধ্যে একইসঙ্গে একের বেশি সম্পর্কে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা দেয়৷
কন্যারাশির জাতক জাতিকাদের আত্মসম্মানবোধ তীব্র থাকায় নিজের থেকে অন্য সম্পর্কে জড়াবেন না। কিন্তু কোনও সময় যদি জানতে পারেন তিনি নিজে প্রতারিত হয়েছেন তাহলে নিজে অন্য সম্পর্কে যেতে আগ্রহী হন প্রতিশোধ নেওয়ার জন্য। তবে কন্যারাশি অত্যন্ত বুদ্ধিমান হওয়ায় তাঁদের প্রতারণা করা অধরাই থেকে যায়।
বৃশ্চিকরাশির জাতক জাতিকাদের মধ্যে স্বাভাবিকভাবেই একটা সহজাত প্রেমিকসত্তা থাকার ফলে বিপরীত লিঙ্গের মানুষের জনপ্রিয় হয়ে যেতে পারেন সহজেই। কিন্তু তাঁরা নিজেদের গোপন করে রাখতে পারেন বেশ ভাল। তাই পরকীয়ায় জড়িয়ে পড়লেও তাঁরা ধরা দেবেন না।
কুম্ভরাশির জাতক জাতিকারা এমনিতে সম্পর্কের প্রতি নিষ্ঠাবান হওয়ার পরেও তিনি নিজে প্রতারিত হলে শোধ নিতে এগিয়ে যেতে পারেন। তাঁরা নিরাপত্তাহীনতাতেও ভোগেন খুব বেশি।
সিংহরাশির জাতক জাতিকারা প্রতারণার কষ্ট সহ্য করে যান কারণ তাঁরা মানসিক ভাবে শক্ত হয়ে যান। বিয়ের পর বা সম্পর্কে থাকলে সঙ্গীর কাছ থেকে অবিরত মনোযোগ আদায় করতে ভালোবাসেন। দাম্পত্যে তিক্ততা দেখা দিলেই তাঁরা অনেক সময়েই পরকীয়ার কথা ভেবে বসেন।
মীনরাশির জাতক জাতিকারা ফ্যান্টাসি বা রূপকথার জগতে নিজেদের মতো থাকতে ভালবাসেন। ফলে আবেগগত দিক থেকে তাঁরা সঙ্গীর সঙ্গে প্রতারণা করার ছক কষতে পারেন। বিয়ের পর বা প্রেমে থাকাকালীন সঙ্গীর কাছ থেকে তাঁদের রোম্যান্টিক চাহিদা থাকে বেশি। নিজেরাও একাধিক সম্পর্ক হ্যান্ডল করতে পারেন।