নিজস্ব সংবাদদাতা: শহরে আজ নতুন করে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ। বালিগঞ্জ সার্কুলার রোডের একটি বহুতল আবাসনের সামনে থেকে দেহটি উদ্ধার হয়। জানা গিয়েছে, মৃতের বয়স ২৩। প্রাথমিক ভাবে পুলিশ জানায়, তাঁর পকেট থেকে অবসাদ কমানোর বেশ কিছু ওষুধের স্ট্রিপ এবং একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে।
যা জানা যাচ্ছে, ওই বহুতল থেকে ঝাঁপ দিয়েই আত্মহত্যা করেছেন ওই যুবক। তিনি মানসিক অবসাদে ভুগছিলেন এবং তার জেরেই এই চরম পদক্ষেপ। বালিগঞ্জ সার্কুলার রোডের ওই আবাসনের একটি ফ্ল্যাটে থাকতেন ওই যুবক। নিজের আবাসনের ছাদ থেকেই ঝাঁপ দিয়ে থাকতে পারেন তিনি বলে পুলিশের প্রাথমিক অনুমান।
স্থানীয়রা জানাচ্ছেন, রাতে আচমকা এক ভারী কিছু পড়ার শব্দ শুনতে পান কয়েকজন। সেই সময় কিছু বুঝতে না পারলেও পরে আজ ভোরের দিকে আবাসনের সামনে গিয়ে আবাসিকরা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন ওই যুবককে। তখনই তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশকে। একই সাথে দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকেরা জানান অনেকক্ষণ আগেই মৃত্যু হয়েছে তাঁর।
আপাতত, যুবকের মোবাইলের কল লিস্ট খতিয়ে দেখছে পুলিশ। আবাসনেও তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশ।