নিজস্ব সংবাদদাতা: এবার বাংলাদেশ ইস্যুতে কংগ্রেসের বিবৃতিকে সামনে রেখে তাদের নিশানা করলেন তরুণজ্যোতি তিওয়ারি।
তিনি বলেছেন, "বাংলাদেশের ঘটনা নিয়ে বামফ্রন্টের প্রেস বিবৃতি আপনারা দেখেছেন এবার কংগ্রেসের দেখুন। বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত এবং তাদেরকে নিয়ে খুব একটা কথা নেই উল্টো পশ্চিমবঙ্গের প্রতিটা ব্লক এবং টাউনে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের জন্য এরা মিছিল করবে।। দুর্গাপূজার সময় পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় যে আক্রমণগুলো হলো এবং সম্প্রতি যে বেলডাঙ্গার ঘটনা ঘটলো সেটা নিয়ে এদের মন্তব্য শুনতে পারবেন না।। বেশ কয়েক বছর আগে একটা কথা মনে পড়ে গেল।। Ex chief of Army Staff General Bipin Rawat spoke about a ‘two-and-a-half’ front war which means a coordinated aggression by Pakistan in the West, China in the North and internal insurgencies . বিপিন রাউত মহাশয় এই ভিতরের শত্রু গুলোর কথাই বলেছিলেন ।। তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রদেশ কংগ্রেসের নাবালক প্রেসিডেন্ট তৃণমূলের ভোট ব্যাংক কে রাগাবে না এটাই স্বাভাবিক।। এই কারণেই তাদের প্রেস বিবৃতিতে সত্যি কথা বলতে পারলেন না।। এরা হলো ভারতের আসল শত্রু এবং দুঃখের বিষয় হলো ভারতকে যেমন বাইরের শত্রুর সাথে লড়াই করতে হয় ঠিক তেমনি ভারতের ভিতরে শত্রু যারা আছে তাদের সাথেও লড়াই করতে হচ্ছে।। কংগ্রেসের কাছে প্রশ্ন আছে, বিগত কয়েক বছরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হিন্দুদের ওপর আঘাত করা হয়েছে, দূর্গা মন্ডপ ভাঙ্গা থেকে শুরু করে রামনবমীর শোভাযাত্রায় আক্রমণ পর্যন্ত হয়েছে, নির্বাচনের সময় মুর্শিদাবাদের ঘটনা সবাই জানেন এবং সম্প্রতি বেলডাঙ্গার ঘটনাও আপনাদের অজানা নয়, ওই ঘটনাগুলোতে কংগ্রেসের কোন মন্তব্য থাকে না কেন?"