নিজস্ব সংবাদদাতা: ভোটের প্রচারে বহরমপুরে এলেন প্রতিবেশী রাজ্য উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখান থেকে বাংলা সরকারকে আক্রমণ করলেন তিনি।
/anm-bengali/media/media_files/GHZZXaiNzRlDJLFDfa6g.jpg)
যোগী বলেন, 'দেশকে বন্দেমাতরম দিয়েছিল বাংলা, আজ সেই বাংলা ষড়যন্ত্রের শিকার। উন্নয়ন থেকে দূরে সরে যাচ্ছে বাংলা। সাত বছর আগে উত্তর প্রদেশের একই অবস্থা ছিল। গত সাত বছরে উত্তর প্রদেশে কোনও দাঙ্গা হয়নি। গত সাত বছরে উত্তর প্রদেশে কোনও কারফিউ জারি করতে হয়নি। উত্তর প্রদেশে মহিলা ব্যবসায়ী সবাই সুরক্ষিত'।
/anm-bengali/media/media_files/DXFASOgqbmEsH4OUAxup.jpg)
/anm-bengali/media/post_attachments/8d319ad87939c8150d11b296b814c978fe646f0bca5d9ba491d5a6ac0aabbdb1.webp)