হ্যাঁ আমরা সাম্প্রদায়িক- এবার সরাসরি বললেন বঙ্গ বিজেপি নেতা

কি বললেন বঙ্গ বিজেপি নেতা?

author-image
Aniket
New Update
breakanm



নিজস্ব সংবাদদাতা: এবার হিন্দু ইস্যুতে তৃণমূলকে নিশানা করলেন বঙ্গ বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি।

tarunjyotir1.jpg

তিনি বলেছেন, "মুখ্যমন্ত্রী যখন বিশেষ ইসলামিক শব্দ উচ্চারণের মাধ্যমে আল্লাহ ব্যতীত অন্য কোন ভগবানের অস্তিত্ব অস্বীকার করে তখন সেটা ধর্মনিরপেক্ষতা।। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির যখন মুর্শিদাবাদের ৩০ শতাংশ হিন্দুকে ভাগিরতিতে ভাসিয়ে দেওয়ার কথা বলে তখন সেটা ধর্মনিরপেক্ষতা।। ফিরহাদ হাকিম যখন বলে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে এবং যখন তিনি দাওয়াত এ ইসলাম জানায় তখন সেটা ধর্মনিরপেক্ষতা।। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন যে কোন জায়গায় কয়েকদিন নামাজ পড়লে সেটা waqf সম্পত্তি হয়ে যাবে বলে তখন সেটা ধর্মনিরপেক্ষতা।। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রভু রামের নাম কে গালাগালি বলে তখন সেটা ধর্মনিরপেক্ষতা।। আর আমরা যদি বাংলাদেশের অত্যাচারিত হিন্দু,  বেলডাঙ্গা গার্ডেনরিচ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় অত্যাচারিত হিন্দুদের কথা বলি তখন আমরা সাম্প্রদায়িক? হিন্দুদের হয়ে কথা বলা যদি সাম্প্রদায়িকতা হয় তাহলে হ্যাঁ আমরা সাম্প্রদায়িক।। তোষণের রাজনীতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল যখন ভারতবর্ষের দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ মানুষদের কথা চিন্তা করে হিন্দুদের অধিকার খর্ব করে তখন তারা ধর্মনিরপেক্ষতার উদাহরণ।। অন্যদিকে হিন্দুদের কথা বললেই সাম্প্রদায়িক? দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে এই দেশ ভাগ হয়েছিল।। বাংলাদেশ এবং পাকিস্তানে হিন্দু নিধনযজ্ঞ চলেছে এবং ভারতবর্ষেও কিছু রাজনীতিবিদ সেই কাজটাই করে চলেছে।। অত্যাচারিত হিন্দুদের হয়ে কথা বললে যদি সেটাকে সাম্প্রদায়িকতা বলে তাহলে এই সাম্প্রদায়িকতায় আমার গর্ব আছে।। আমি একজন গর্বিত হিন্দু।। আমি একজন Unapologetic Hindu." তরুণজ্যোতি তিওয়ারির ট্যুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে।