নিজস্ব সংবাদদাতা: তীব্র গরমে হাঁসফাঁস করছে মানুষ। বৃষ্টির অপেক্ষায় দক্ষিণবঙ্গ। আবহাওয়া দফতর বলছে যে অন্তত বুধবার পর্যন্ত গরম থেকে বড় মাত্রা স্বস্তি পাবে না দক্ষিণবঙ্গবাসী। তবে ছিটেফোঁটা বৃষ্টিও কি হতে পারে? জেনে নিন আপডেট।
সপ্তাহের শুরুতেই কোনও স্বস্তি নেই। একটাই আশার খবর, দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ অল্প বৃষ্টি হতে পারে। সোমবার সকালেই মালদা, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, কালিম্পং, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।