অষ্টমীতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, জারি হলুদ সতর্কতা

পুজোতে বৃষ্টিপাতের জন্য রাজ্যের একাধিক জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
heavy rain  in tamil nadu.jpg

নিজস্ব সংবাদদাতা: দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। 

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। 

দক্ষিণবঙ্গের চারটি জেলাতে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সর্কতা জারি করা হয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়াতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি ১১টি জেলার কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।  পুজোর সময় বৃষ্টি হতে পারে, এই বিষয়ে প্রথম থেকেই আবহাওয়াবিদরা আশঙ্কা প্রকাশ করছিলেন। সেই আশঙ্কাই সত্যি হতে চলেছে তবে উত্তরবঙ্গে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়াবিদরা। 

 tamacha4.jpeg