নিজস্ব সংবাদদাতা : কারাগারের পেছনে থাকা মহিলারা ক্রমশই গর্ভবতী হয়ে পড়ছেন। হাইকোর্টের কাছে খবর আছে যে এই পর্যন্ত রাজ্যের বিভিন্ন কারাগারে ১৯৬টি শিশুর জন্ম হয়েছে। যা চিন্তায় ফেলে দিচ্ছে আদালতকে। হাই কোর্টের প্রধান বিচারপতি টিএম শিবাজ্ঞনম এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত এক বিচারপতি স্বতঃপ্রণোদিত মামলা করেছিলেন এই বিষয়ে। সেই মামলায় আদালতবান্ধব তাপস ভঞ্জ এই রিপোর্ট জমা দেন। তার দাবি জেল বন্দি মহিলারা একেবারে সুরক্ষিত নন। জেলে আসার সময় তারা কেউই গর্ভবতী ছিলেন না। তবে এখন সেটা কি করে সম্ভব?
তিনি আরো বলেছেন থানা থেকে পরীক্ষা করবার পরেই মহিলাদের পাঠানো হোক কারাগারে।