নিজস্ব সংবাদদাতা: ফের শহরে হাড়হিম করা ঘটনা। জোকার ডায়মন্ড পার্কে মহিলাকে নৃশংস হত্যাকাণ্ড। ভাড়া বাড়ি থেকে মহিলার গলা কাটা মৃতদেহ উদ্ধার। মুখে গোঁজা ছিল কাপড়। গলার নলি কাটা। দিন সাতেক আগে স্বামী-স্ত্রী পরিচয়ে বাড়ি ভাড়া নিয়েছিলেন যুগল।
বৃহস্পতিবার ভাড়াবাড়ি থেকে মহিলার দেহ উদ্ধার। ঘটনার পর উধাও সঙ্গী। পুলিশের প্রাথমিক তদন্তের পর অনুমান পরিকল্পনা করেই খুন। তদন্তে হরিদেবপুর থানা ও লালবাজারের হোমিসাইড শাখা।
ঠাকুরপুকুরের ডায়মন্ড পার্কে মহিলার রহস্য মৃত্যু (Thakurpukur News)। রক্তাক্ত অবস্থায় বাড়ি থেকে উদ্ধার মৃতদেহ। শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখে খুন বলে সন্দেহ পুলিশের। তদন্তে হরিদেবপুর থানা ও লালবাজার হোমিসাইড শাখা। ঘটনা খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা।