বানিজ্য সম্মেলনে বিশেষ দায়িত্ব মহিলা মন্ত্রীদের! কে কোন দায়িত্ব পেলেন

বেঙ্গল গ্লোবাল বিজনেজ সামিটে মহিলা মন্ত্রীদের দেওয়া হল বিশেষ দায়িত্ব।

author-image
Tamalika Chakraborty
New Update
Bengal global business summit

নিজস্ব সংবাদদাতা:  বেঙ্গল গ্লোবাল বিজনেজ সামিটে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এবারের বানিজ্য সম্মেলনে রাজ্যের মহিলা মন্ত্রীদের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে ঠিক করে দিয়েছিলেন, কোন মন্ত্রী কোন দায়িত্বে থাকবেন। জানা গিয়েছে, এই বানিজ্য সম্মেলনে মহিলা মন্ত্রীদের প্রথম সারিতে রয়েছেন  শশী পাঁজা এবং চন্দ্রিমা ভট্টাচার্য।  দ্বিতীয় সারিতে বীরবাহা হাঁসদা এবং জ‍্যোৎস্না মান্ডি।  তাঁদের সকলকে অতিথি অপ্যায়ানের দায়িত্ব দেওয়া হয়েছে। 

আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে এই সম্মেলন ও সম্মেলনের সফলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও বিরোধীরা প্রতি বছরের মতো এবারেও সম্মেলনকে সামনে রেখে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েনি। বিরোধীরা বলেন, এই সম্মেলন থেকে এখনও পর্যন্ত রাজ্যে সেভাবে বিনিয়োগ আসেনি। এই সম্মেলন আসলে অর্থে অপচয়।