উচ্চমাধ্যমিকেও ছাত্রদের টেক্কা দিল ছাত্রীরা, পাশের হারে বিশাল ফারাক

প্রথম দশের কৃতির তালিকাতেও দেখা গেল সেই ধারা।

New Update
exam-results-1592548018-1593240379.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: মাধ্যমিকেও ছেলেদেরকে টেক্কা দিয়েছিল মেয়েরা। আর উচ্চমাধ্যমিকেও সেই ধারা বজায় রইল। উচ্চ মধ্যমিকের ফলাফলে দেখা গেল মেয়েদের অবসম্ভাবী সাফল্য। প্রথম দশের কৃতির তালিকাতেও দেখা গেল সেই ধারা। এবছর প্রথম দশে রয়েছে ৫৮ জন পড়ুয়া। যেখানে মেয়েদের মধ্যে যুগ্ম প্রথম প্রতীচী রায় তালুকদার, কোচবিহার থেকে এবং চন্দননগর থেকে স্নেহা ঘোষ। দুজনেরই প্রাপ্ত নম্বর ৪৯৩।

এছাড়াও, প্রথম দশের তালিকাতে ছাত্রের সংখ্যা ৩৫ এবং ছাত্রীর সংখ্যা ২৩ বলে জানা গিয়েছে। পাশের হারের নিরিখে বিচার করলে দেখা যাচ্ছে, ৪৪ শতাংশ ছাত্র পাশ করেছে উচ্চ মাধ্যমিকে। আর ছাত্রী পাশ করেছে ৫৬ শতাংশ। ফলে সর্ব ক্ষেত্রেই ছাত্রদেরকে টেক্কা দিয়েছে ছাত্রীরা।

yyyyyy

fff

Add 1