নিজস্ব সংবাদদাতা: ফের মর্মান্তিক দুর্ঘটনা শহরে। প্রাণ বাঁচাতে রেলব্রিজের ফাঁক দিয়ে ঝাঁপ মহিলার। যাবতীয় সতর্কবার্তা শিকেয়। বিধাননগরে রেললাইন ধরে হেঁটে আসার সময় আপ-ডাউন দুদিকে ট্রেন। প্রাণ বাঁচাতে রেলব্রিজের ফাঁক দিয়ে ঝাঁপ মহিলার। নীচে রাস্তায় পড়ে মৃত্যু।
/anm-bengali/media/media_files/y9SZ59I8PSFELBlkUKhL.jpg)