জামিনের বিরোধিতা করে হাইকোর্টে! সরব হলেন পার্কস্ট্রিট থানায় নির্যাতিতা সিভিক ভলেন্টিয়ার

অভিযুক্তের জামিনের বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হবেন পার্কস্ট্রিট থানার নির্যাতিতা বলে জানা গিয়েছে।

author-image
Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
parkstreet police station11

 

 

নিজস্ব সংবাদদাতা: পার্কস্ট্রিট থানায় মহিলা সিভিক ভলান্টিয়ারকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল থানারই এক সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে। বিভাগীয় তদন্তের পর অভিযুক্ত সাব ইন্সপেক্টর অভিষেক রায়কে গ্রেফতার করা হয়েছিল। বর্তমানে তিনি জামিনে রয়েছেন। সেই জামিনের বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হবেন নির্যাতিতা বলে জানা গিয়েছে। 

জানা গিয়েছে, শ্লীলতাহানির পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ওই মহিলা সিভিক ভলেন্টিয়ার। নিজেকে ধাতস্ত করে নতুন করে কাজে যোগ দিয়েছিলেন তিনি। কর্মস্থলে হেনস্থার শিকার হয়েও অবশ্য কাজ ছাড়তে রাজি নন নির্যাতিতা সিভিক ভলান্টিয়ার। বরং তিনি ডিউটি চালিয়ে যেতে চান। তিনি আগের কর্মস্থল পার্কস্ট্রিট থানায় কাজে যোগ দেন। তবে এবার তাঁকে রাতের পরিবর্তে দিনের বেলায় থানায় ডিউটি দেওয়া হয়েছে।প্রসঙ্গত, পার্ক স্ট্রিট থানার কম্পিউটার সেলে কাজ করে আসছিলেন ওই মহিলা। এবারও কম্পিউটার সেলে আগের মতো তিনি ডিউটি করছেন। তিনি জানিয়েছেন, অভিযুক্তের জামিনের বিরোধিতা করে এবার তিনি হাইকোর্টের দ্বারস্থ হবেন।