নিজস্ব সংবাদদাতা: পার্কিং বিবাদে এবার চিংড়িঘাটায় মহিলাকে থান ইট দিয়ে মার! বাড়ির সামনে পার্ক করে রাখা গাড়ি ভাঙচুর, প্রতিবাদ করায় মার! ১৮ মার্চ: পার্কিং নিয়ে বিবাদ, বিধাননগর পুলিশের হাতে ২জন গ্রেফতার। জামিনে ছাড়া পেয়েই বাড়ি থেকে ডেকে রাস্তায় ফেলে বেধড়ক মার! প্রকাশ্যে মহিলাকে থান ইট দিয়ে মার, এখনও অধরা অভিযুক্তরা! বিধাননগরের ACP-র কাছে গিয়ে অভিযোগ আক্রান্ত মহিলার। অভিযুক্ত টিঙ্কু মণ্ডল এলাকায় সক্রিয় তৃণমূলকর্মী হিসেবে পরিচিত! প্রকাশ্যে তাণ্ডব, তৃণমূলকর্মী বলেই কি এখনও অভিযুক্ত অধরা! পার্কিং নিয়ে বিবাদ, জামিনে ছাড়া পেয়েই আরও বেপরোয়া!
/anm-bengali/media/post_banners/x3c82mcq3JzwKVOzGPw1.jpg)