‘বিনা নোটিশে এই অনশন কেন?’, ফের একবার বিতর্ক বাড়ালেন কুণাল

এদিন ফের একবার অনশন মঞ্চ নিয়ে রাজনীতির প্রসঙ্গ টানলেন কুণাল ঘোষ। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
kunal ghoshw2.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ফের একবার আমরণ অনশন মঞ্চ নিয়ে মন্তব্য পেশ করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। প্রায় প্রত্যেকদিনই অনশন প্রত্যাহারের কথা বলছেন তিনি। এদিন ফের একবার অনশন মঞ্চ নিয়ে রাজনীতির প্রসঙ্গ টানলেন কুণাল ঘোষ। 

এদিন নিজের এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ লেখেন, “আবারও অনুরোধ, অনশন প্রত্যাহার করা হোক। ঘটনা ভয়ঙ্কর। সিবিআই চার্জশিট দিয়েছে। কলকাতা পুলিশের গ্রেপ্তার মান্যতা পেয়েছে। কোর্টে বিচার। আরও তদন্ত চলছে। সুপ্রিম কোর্ট দেখছেন। পরিকাঠামো দ্রুত বাড়াচ্ছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে বিনা নোটিশে এই অনশন কেন? রাজনীতি এবং মিডিয়ার একাংশের প্ররোচনায় পা দিয়ে শরীরে চাপ নেওয়ার যুক্তি নেই”। 

Protest

“জ্যোতি বসুর সরকার পুলিশ দিয়ে আরজিকরে ডাক্তারদের ধরনা পিটিয়ে তুলেছিল। এই সরকার সে পথে যায় না বলে তার সুযোগ নিয়ে পাকা মাথার বিষাক্ত চিত্রনাট্যে এসব চলতে পারে না। জুনিয়র ডাক্তারদের অনশনকে সামনে রেখে অন্য রাজনীতি চলছে। শকুনেরা চাইছে, এরা অসুস্থ হোক, তা নিয়ে অরাজকতা, বিশৃঙ্খলা করার ছক চলছে। এর আগে তো ধরনামঞ্চে হামলার ছক কষা হয়েছিল সরকারকে বিপাকে ফেলতে। অনশনকারীরা এই ফাঁদ থেকে বেরিয়ে আসুন। সুস্থ থাকুন”।

Adddd