সোমবার থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা, স্কুলগুলিতে প্রস্তুতি তুঙ্গে

যেসব বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র করা হয়েছে, সেই সব কেন্দ্রের  সিসিটিভি থেকে, সিটিং আরেঞ্জমেন্ট খুঁটিনাটি সমস্ত অ্যারেঞ্জমেন্ট করতে ব্যস্ত বিদ্যালয় কর্তৃপক্ষ

author-image
Jaita Chowdhury
New Update
school students.jpg

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: সোমবার থেকে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার তোড়জোড়র তুঙ্গে। যেসব বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র করা হয়েছে, সেই সব কেন্দ্রের  সিসিটিভি থেকে, সিটিং আরেঞ্জমেন্ট খুঁটিনাটি সমস্ত অ্যারেঞ্জমেন্ট করতে ব্যস্ত বিদ্যালয় কর্তৃপক্ষ। এবার পুরুলিয়া জেলায় মোট ৪৩১৬৪ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। মোট ছাত্র ২০১৬০ জন এবং ছাত্রীর সংখ্যা ২৩০০৪ জন।

জেলায় মোট পরীক্ষা কেন্দ্র ১০৮টি। এবার ঝালদা মহকুমায় মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৯১৫০ জন। ঝালদা ১ন ব্লক এলাকায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৬০২। মোট পরীক্ষা কেন্দ্র ৫টি। ঝালদা মহকুমায় মোট পরীক্ষা কেন্দ্র ২০টি।

জেলা জুড়ে নির্বিঘ্নে  মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করতে সজাগ ও সতর্ক রয়েছে পরীক্ষা পর্যবেক্ষণ কমিটি বলে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন মাধ্যমিক পরীক্ষার কনভেনার ডঃ সোমনাথ কুইরি। পাশাপাশি, পরীক্ষা কেন্দ্র গুলিতে সুষ্ঠু এবং স্বচ্ছভাবে  পরীক্ষা সম্পন্ন করতে নিরাপত্তার কথা মাথায় রেখে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ঝালদা সত্যভামা বিদ্যাপীঠ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।