দিনের সর্বনিম্ন তাপমাত্রা আজ ১১.৮ ডিগ্রি সেলসিয়াস

পৌষে সেভাবে শীত অনুভব করতে পারেনি বঙ্গবাসী। কিন্তু মাঘ পড়তে না পড়তেই কামড় বসিয়েছে শীত। তাপমাত্রা প্রায় প্রতিদিন একটু একটু নামছে। ভোরের দিকে তো হাড় কেঁপে যাওয়ার অবস্থা। সোমবার কলকাতার তাপমাত্রা নেমে গিয়েছিল ১২ ডিগ্রি সেলসিয়াসে। মঙ্গলবার সেই তাপমাত্রা আরও নেমে গিয়েছে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা আজ ১১.৮ ডিগ্রি সেলসিয়াস।

একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে

এবার আবহাওয়ায় আসছে বদল। হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগর থেকে অনেকটা জলীয়ও বাষ্প এ রাজ্যে প্রবেশ করেছে। তার জেরে হবে বৃষ্টি। প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড, ছত্তীসগঢ়ের পাশাপাশি বুধবার সকাল থেকে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।