নভেম্বরের শুরুর সপ্তাহে বিশেষ ঠান্ডা পড়বে না

অক্টোবর শেষ। কিন্তু, নভেম্বরের শুরুর দিনেও রাজ্যে বিশেষ পারাপতন দেখতে পাওয়া গেল না। আগেই আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছিল নভেম্বরের শুরুর সপ্তাহে বিশেষ ঠান্ডা পড়বে না কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায়।

হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

৩ নভেম্বর থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একদিন আগে থেকেই দেখা যেতে পারে মেঘলা আকাশের। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বঙ্গোপসাগর থেকে শীঘ্রই আরও বেশি মাত্রায় জলীয় বাষ্প ঢুকবে বাংলায়। সে কারণেই তিন তিন তারিখ বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে।

তাপমাত্রা আরও কমবে

৪ থেকে ৫ দিন কলকাতা-সহ আশেপাশের এলাকার তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। ৭ নভেম্বর থেকে রাতের তাপমাত্রা আরও কমবে।