নিজস্ব সংবাদদাতা: শীত আসছে। তবে এখনও আভাস পাওয়া যায়নি। আগামী ৪-৫ দিনে ন্যূনতম তাপমাত্রায় খুব একটা পরিবর্তন হবে না বলে উল্লেখ করেছে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস।
এমন পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের আকাশ বেশিরভাগ স্থানে পরিষ্কার থাকতে পারে। সাম্প্রতিক সময়ে অল্প অল্প বৃষ্টি হলেও সামনের দিনগুলোতে বৃষ্টি আর হবে না বললেই চলে। আবহাওয়ার পূর্বাভাস বলছে যে আগামী ৪-৫ দিনের মধ্যে দক্ষিণবঙ্গে উল্লেখযোগ্য কোনওরকম বৃষ্টির সম্ভাবনা নেই।
তবে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কিছু স্থানে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি হতে পারে। বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলে আর্দ্রতার কারণে হালকা বৃষ্টির প্রভাব দেখা দিতে পারে, কিন্তু তা খুবই অল্প এবং সাময়িক হবে। অন্যান্য জেলাগুলোতে আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে বলে জানানো হয়েছে।
কলকাতায় আগামী কয়েক দিন আকাশ পরিষ্কার থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা হয়ে যাবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ফলে দিনে হালকা গরম হলেও রাতের দিকে আবহাওয়া ঠান্ডার দিকে থাকবে। কলকাতায় বৃষ্টি এখন নেই, তাই শহরবাসী শুষ্ক আবহাওয়ার পাবেন বলে মনে করা হচ্ছে।