এবারের 'উষ্ণতম' মকর সংক্রান্তি! আবার কবে ঠান্ডা পড়বে? এল আপডেট

পূর্বাভাস দিল হাওয়া অফিস

author-image
Anusmita Bhattacharya
New Update
505536-mahakumbh

নিজস্ব সংবাদদাতা:বাংলায় মকর সংক্রান্তি মানেই কনকনে শীত। তবে এবছর সেই ঠান্ডা কই? জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে শীত নেই তেমন। আজ সংক্রান্তির দিন রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা হল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিকের তুলনায় প্রায় ৩ ডিগ্রি বেশি। রাতের তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।

বলা হচ্ছে যে গত ১২ বছরের মধ্যে ২০২৫ সালের সংক্রান্তি তৃতীয় উষ্ণতম। ১৮ জানুয়ারির পর থেকে তাপমাত্রা কিছুটা কমবে।