নিজস্ব সংবাদদাতা : দক্ষিণবঙ্গে শীতের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমেছে। গত রবিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮.১ ডিগ্রি। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি কম। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, তাপমাত্রা আর কমবে না এবং আজ থেকে তাপমাত্রা বাড়বে এবং চলতি সপ্তাহে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রির আশপাশে থাকবে।
পশ্চিম হিমালয়ের ঝঞ্ঝা প্রভাব ফেলায় উত্তুরে হাওয়া কমে গেছে, ফলে তাপমাত্রা বাড়ছে। তবে ঝঞ্ঝা সরে গেলে তাপমাত্রা আবার কমবে। শীত বিদায় নেবে কিনা, তা নিয়ে নিশ্চিত নয় আবহাওয়াবিদরা। বর্তমানে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রির আশপাশে। আবহাওয়া জনিত আরো খবর জানতে ক্লিক করুন।