নিজস্ব সংবাদদাতা: আগামী কয়েকদিনে পশ্চিমবঙ্গে তাপমাত্রা আরও কমে যাবে বলে জানা গেল। এর ফলে আরও ঠান্ডা বাড়বে। আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের কোন জেলায় কেমন আবহাওয়া থাকবে আর কোথায় কুয়াশা পড়বে, তা দেখে নিন।
আগামী দু'দিনে রাজ্যের বিভিন্ন জেলার রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। তবে পরবর্তী তিনদিনে রাজ্যের কোনও জেলার রাতের তাপমাত্রার হেরফের তেমন হবে না। কুয়াশা নিয়ে আলিপুর আবহাওয়া দফতরের জানানো হয়েছে যে রবিবার এবং সোমবার সকালে জলপাইগুড়ি, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর এবং মালদার কয়েকটি জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা যাবে। তাছাড়া আগামী দু'দিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। আর রবিবার মানে আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কুয়াশা পড়তে পারে।