কালবৈশাখীর ঠাণ্ডা হাওয়া কি বইবে কলকাতার আকাশে ?

বিকেলের পর ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকছে।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
হ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ তীব্র গরমের দাবদাহের থেকে খানিক শান্তির আশায় অধীর আগ্রহে অপেক্ষা করে আছে কলকাতাবাসী। কবে একটু স্বস্তির বৃষ্টির মুখ দেখতে পাবে কলকাতাবাসী ? কলকাতার তাপমাত্রা আজ রয়েছে ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। অর্থাৎ তাপমাত্রার পারদ ক্রমেই বেড়ে চলেছে। 

Rainfall Alert: There is a possibility of heavy rain in this state for 4  days from tomorrow, know the latest update of IMD - informalnewz

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে যে, আগামীকাল কলকাতার তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এছাড়াও, কাল বজ্র বিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ তীব্র গরমের হাত থেকে বাঁচবে কলকাতাবাসী।

Rain Forecast: More Rain On Met Radar In Next Few Days | Kolkata News -  Times of India

Add 1