নিজস্ব সংবাদদাতা: গত এপ্রিল মাসে ভোটের কাজ শুরু হওয়ার পর থেকে বেসরকারি বাস, মিনিবাস নিতে এক এক করে তুলে নিচ্ছিল নির্বাচন কমিশন। গত শনিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-সহ ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় লোকসভা নির্বাচনের জন্য বেশ কিছু বাস তুলে নেওয়া হয়েছিল। আবার শেষ দফায় ভোট কলকাতা-সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। তাই গত ২৭ ও ২৮ তারিখ থেকে কলকাতা শহর ও শহরতলির বাস, মিনিবাসের ৯০ শতাংশ পর্যন্ত নিয়ে নেওয়া হয়েছে বলেই খবর।
শেষ দফার ভোটের জন্য নির্বাচন কমিশনের পাশাপাশি কলকাতা পুলিশের সদর দফতর লালবাজার স্থানীয় থানা ও মোটর ভেহিকেলস বিভাগ নিচ্ছে বাস। ৯০ শতাংশ বাস রাস্তা থেকে তুলে নিলে তার বিকল্প বন্দোবস্ত করা সম্ভব নয় বলেই জানিয়েছে বাসমালিক সংগঠনগুলি। ৪ জুন ভোটগণনা। আজ শেষ পর্বের ভোট হয়ে গেলেও সব গাড়ি যে বাসমালিকদের কাছে ফিরবে, তার কোনও নিশ্চয়তা নেই বলেই অনুমান। আগামী ২ জুন পর্যন্ত মানুষের অসুবিধা হবে রাস্তায় অল্প বাস থাকার জন্য।