নিজস্ব সংবাদদাতাঃ শিক্ষক নিয়োগে দুর্নীতিকাণ্ডে আজ শুক্রবার ইডি (ED)-র দফতরে হাজিরা দেওয়ার কথা রয়েছে যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষের (Sayani Ghosh)। যদিও কানাঘুষো শোনা যাচ্ছে, ইডির সমন পাওয়ার পর থেকেই নাকি ‘নিখোঁজ’ সায়নী ঘোষ। বলা হচ্ছে, তিনি নাকি উবে গিয়েছেন কোথাও। এদিকে আজ সকাল সাড়ে ১১টার মধ্যে তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ পাঠানো হয়েছে ইডির আধিকারিকদের তরফে। যদিও তিনি আজ হাজিরা দেবেন কিনা সেই নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। গতকাল রাত অবধি সায়নীর তরফে ইডিকে কিছু জানানো হয়নি বলে খবর। অন্যদিকে শোনা যাচ্ছে, যুব তৃণমূল সভানেত্রীর বিপুল পরিমাণের সম্পত্তির উৎস কী? তৃণমূলের বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষের সঙ্গেই বা সায়নীর কী যোগ রয়েছে? সে সম্পর্কে জানতে ইডির আধিকারিকরা প্রশ্নমালা নাকি ইতিমধ্যে তৈরি করে ফেলেছেন। এখন এটাই দেখার যে পঞ্চায়েত ভোটের ঠিক মুখে আজ সায়নী ইডির ডাকে সাড়া দেবেন কিনা।