নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি রাজ্যের বিধায়কদের বেতন বিপুল পরিমাণে বাড়িয়ে দেওয়া হয়েছে। ৪০ হাজার টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে তাঁদের। পুজোর আগে বিধায়কদের ভাতা বাড়ল আর এবার প্রশ্ন ডিএ কবে বাড়বে? রাজ্য সরকারি কর্মীদের প্রশ্নের উত্তরে এবার মুখ খুললেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বকেয়া মহার্ঘ ভাতার দাবি করছেন রাজ্যের সরকারি কর্মীরা। সংগ্রামী যৌথ মঞ্চসহ একাধিক সরকারি কর্মচারি সংগঠন দাবি করছে যে পুজোর আগেই যেন তাদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হয়। যদিও মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ডিএ নিয়ে ফের সুপ্রিম কোর্টের কথা তুলে ধরলেন। এই নিয়ে এখন মামলা চলছে, তাই মন্তব্য করা ঠিক হবে না বলে জানিয়ে দিলেন তিনি।
রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, 'ডিএ মঞ্চ যাই বলুক না কেন সেই মামলা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। তা নিয়ে কিছু বলব না। সেটা তো সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবে। তবে এপ্রসঙ্গে বলে রাখা দরকার, মুখ্যমন্ত্রী বিধায়কদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। সব বিধায়কদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। যদি আমরা অন্য রাজ্যের বিধায়কদের সঙ্গে এ রাজ্যের বিধায়কদের বেতনের তুলনা করি, তাহলে বলতে হবে আমাদের রাজ্যের বিধায়করা কম বেতন পেতেন। ডিএ নিয়ে যাই বলা হোক না কেন, মুখ্যমন্ত্রী সব দলের বিধায়কদের জন্য বেতন বাড়িয়েছেন'। রাজ্য সরকারি কর্মীদের একাংশের ক্ষোভ, রাজ্য সরকার তাঁদের কর্মীদের খেয়াল রাখছে না।
প্রসঙ্গত, রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মামলার সম্ভাব্য শুনানির দিন ধার্য করা হয়েছে ৩ নভেম্বর। ১৪ জুলাই সুপ্রিম কোর্টে বিচারপতি হৃষীকেশ রায় ও বিচারপতি পঙ্কজ মিথালের বেঞ্চে মামলাটি তোলা হয়। সংক্ষিপ্ত শুনানি পর্বে বিচারপতিরা জানান যে বিষয়টি নিয়ে আরও বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে। তাই মামলাটির পরবর্তী শুনানির দিন ঠিক করে জানিয়ে দেওয়া হয়।