বৃষ্টিতে মাটি ভাইফোঁটা? এল বড় আপডেট

কালীপুজো আসতে না আসতেই ভাইফোঁটার তোরজোড় শুরু হয়ে যায়। এবার কি ভাইফোঁটা মাটি করবে বৃষ্টি? রইল এই নিয়ে আপডেট।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
.

নিজস্ব সংবাদদাতা: দক্ষিণবঙ্গজুড়ে শীত শীত ভাব এসে গেছে। হু হু করে বইছে উত্তুরে হাওয়া। দুয়ারে এসে গেছে শীত। ভোর ও সন্ধের দিকে বেশ শিরশিরে ভাব। তবে জাঁকিয়ে শীত কবে নামবে? সেটা জানার জন্য অপেক্ষায় রয়েছে বঙ্গবাসী। এরই মধ্যে নিম্নচাপের ভ্রুকুটি আবার। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে যে পূর্ব মধ্য আরব সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেটা নিম্নচাপের রূপ নিয়ে নিয়েছে। অন্যদিকে, কোমোরিন ও সংলগ্ন এলাকাতেও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর ফলে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। হাওয়া অফিস বলছে যে আপাতত বঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

আগামী ৫ থেকে ৭ দিন আবহাওয়ার তেমন পরিবর্তন দেখা দেবে না। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা নেই বললেই চলে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ থেকে ২২ ডিগ্রির কাছাকাছি। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস মধ্যে। সঙ্গে বইবে উত্তুরে হাওয়া। বৃষ্টির  সম্ভাবনা নেই। পশ্চিমের জেলাগুলিতে শীত একটু বেশিই দেখা দেবে। ৬ থেকে ১৮ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে পারদ।

hiring.jpg