নিজস্ব সংবাদদাতা: একদিকে যেখানে উত্তর ও পশ্চিম ভারত বন্যার কবলে সেখানে বৃষ্টির দেখা নেই পশ্চিমবঙ্গে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই আগামী ৩ দিনের মধ্যে। উল্টে ঝিরিঝিরি বৃষ্টি বা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে যার ফলে বাড়বে গরম। জানা গেছে যে কলকাতাসহ পার্শ্ববর্তী জেলাগুলিতে আগামীকাল থেকেই কমে যাবে বৃষ্টির সম্ভাবনা। সোমবার সকালে কলকাতায় আপেক্ষিক তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। গতকালের চেয়ে সকালে তাপমাত্রা কম থাকলেও সারাদিনই আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভুগবেন নিত্যযাত্রীরা।
এদিকে এতদিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হলেও ধীরে ধীরে সেখানেও বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকেই। সোমবার উত্তরবঙ্গের কয়েকটি জেলা যেমন জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে সোমবার একাধিক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। তবে কিছু জায়গায় বজ্রবিদ্যুত্সহ বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে এখনই মুক্তি নেই দক্ষিণবঙ্গবাসীর। চলতি বছরে বৃষ্টির ক্ষেত্রে অনেকটাই ঘাটতি দেখা গেছে। নিম্নচাপের বৃষ্টিতে সেই ঘাটতি মেটে কিনা সেটাও দেখার বিষয়। তবে এর ফলে চাষবাস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সমস্যায় পড়ছেন কৃষকরা। এদিকে রোড-বৃষ্টির ফলে গরম বাড়ছে। হালকা বৃষ্টিতে সেই উত্তাপ কমছে না বঙ্গে।