বিজেপির মিছিলে 'না'! শান্তি নাকি সংঘর্ষ, কী বলছে কলকাতাবাসী?

আজ কলকাতায় বিজেপির মিছিল রয়েছে। দুপুরে শুরু হবে এই মিছিল। তার আগে প্রশ্ন উঠছে শহরের নিরাপত্তা নিয়ে। এছাড়া শহরে শান্তি বজায় থাকবে কিনা সেটাও একটা প্রশ্ন।

author-image
Anusmita Bhattacharya
New Update
suvsukanta

ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধি: ভোট সন্ত্রাসের প্রতিবাদে আজ কলকাতার রাজপথে নামছে বিজেপি। কলেজ স্কোয়ার থেকে রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে। নেতৃত্বে থাকবেন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর মতো বঙ্গ বিজেপির প্রভাবশালী নেতারা। এই মিছিলের দুটো দিক রয়েছে। শান্তিপূর্ণ মিছিল হলে সেক্ষেত্রে কলকাতা পুলিশ হস্তক্ষেপ করবে না। কিন্তু মিছিলে শান্তি এবং শৃঙ্খলা ব্যহত হলে সেক্ষেত্রে অবশ্যই পদক্ষেপ নেবে কলকাতা পুলিশ। 

আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন পথচারীদের সঙ্গে। সকলের বক্তব্য, মিছিল সরকার করুক কিংবা বিরোধী দল, ভুগতে হয় সাধারণ মানুষকেই। তাঁদের কথা কেউ ভাবে না। দিনের ব্যস্ত সময়ে এভাবে রাস্তা আটকে মিছিল করলে যানজটের সমস্যা যেমন হবে তেমনই পথে চলাফেরা করতে সমস্যা হবে মানুষের।