'মায় দুধেল গাইদের মালকিন মমতাও মুখ খুলেছেন'! কেন নাম টেনে আনলেন বিজেপি নেতা?

কেন মুখ্যমন্ত্রীর নাম বিজেপি নেতার লেখনীতে?

author-image
Anusmita Bhattacharya
New Update
Mamata

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশে ক্রমাগত জারি রয়েছে হিন্দুদের উপর অত্যাচার। এই নিয়ে ভারত সরব। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য নেতা-নেত্রীরাও একের পর এক মুখ খুলছেন। তবে এবার প্রতিক্রিয়া নিয়ে বামপন্থীদের কটাক্ষ করলেন বিজেপি নেতা তথাগত রায়। কেন?

তিনি লেখেন, বাংলাদেশে নৃশংস হিন্দু নির্যাতনের বিরুদ্ধে মুখ খুলেছেন সবাই, মায় ‘দুধেল গাই’ দের মালকিন মমতাও। শুধু খোলে নি বিমান্দা সেলিম শতরূপ মীনাক্ষী দীপঙ্কর গোত্রের বাঙালি বামপন্থীরা। আর খোলে নি তাদের পোঁ ধরা শ্রীজাত অপর্ণা কৌশিক গোত্রের দুর্বুদ্ধিজীবীরা। 

আমি আজ পর্যন্ত বুঝে পাই নি, বাঙালি-বামপন্থীরা মুসলমানদের নিয়ে এত আহ্লাদ করে কেন ? মুসলমানরা ক্ষমতায় এলে তো এরা নিশ্চিহ্ন হয়ে যাবে, যেমন গেছে বাংলাদেশে ! 

এছাড়াও বিজেপি নেতা লেখেন, আমি বুঝতে পারি না, এই বাংলাদেশী আতরাফগুলো এত গোমাংস গোমাংস করে লাফায়  কেন? এগুলোর ভাষা আর সংস্কৃতির যা পরিচয় পাচ্ছি তাতে মনে হয় এরা কসাইয়ের দোকানের চর্বি, ছাঁট আর নাড়িভুঁড়ি খেয়ে বড় হয়েছে !