নিজস্ব সংবাদদাতা: বিজেপি নেতা তথাগত রায় করলেন এক বিশেষ পোস্ট।
তিনি লেখেন, অমানবিক পর্দাপ্রথার বিরুদ্ধে মন্তব্য করা মাত্র কামাছা (কাঠমোল্লা-মাদ্রাসা ছাপ) গোষ্ঠী লাফাতে আরম্ভ করেছে। এদের যুক্তি হচ্ছে, পর্দা ছেড়ে দেওয়া মানে নাকি ল্যাংটো হয়ে যাওয়া। তাহলে কি কামাছা পুরুষরা ল্যাংটো হয়ে চলাফেরা করছে ?
আমি এদের পুরুষদের চ্যালেঞ্জ করেছিলাম ভাদ্র মাসের গরমে ওরকম একটা চলমান কালো তাঁবুর মধ্যে তিনদিন থাকতে, যাতে তারা মেয়েদের যন্ত্রনাটা বুঝতে পারে। সে বিষয়ে কিন্তু সবাই চুপ।