নিজস্ব সংবাদদাতা: বাংলার ক্যানিং থেকে বাংলাদেশের জঙ্গি উদ্ধার হওয়ার পর উত্তাল পরিস্থিতি। বাংলাদেশের অস্থিরতার মাঝেই ভারতে আনসারুল্লাহ বাংলার ৮ জঙ্গি। এই নিয়ে পোস্ট করলেন বিজেপি নেতা তথাগত রায়।
তিনি লেখেন, এক চামচ শুওরের মাংস এদের মুখের কাছে ধরলেই হুড় হুড় করে এদের মুখ দিয়ে সব তথ্য বেরিয়ে আসবে। আর তাতেও যদি কাজ না হয় তাহলে রাশিয়ান দাবাই দিতে হবে। এদের বলতে হবে, এদেরকে মেরে ফেলার পর লাশ শুওরের চামড়ায় মুড়ে উপুড় করে কবর দেওয়া হবে। তাহলে এরা জান্নাত গিয়ে হূর তো পাবেই না, উল্টে জাহান্নামে গিয়ে সাপ আর বিছের কামড় খেতে হবে। মরার আগে শুওরের সংস্পর্শে ইসলামের এমনি বিধান। এই করে রাশিয়ায় ইসলামী নাশকতা বন্ধ হয়ে গেছে।